২৪ অক্টোবর ২০২৫

বায়েজিদ লিংক রোড থেকে সাড়ে তিন হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোড থেকে তিন হাজার ৪৫০ পিস ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম মো. রাকিবুল হোসেন (৬৫)। তিনি ঢাকা নবাবগঞ্জ থানার বড়গ্রাম এলাকার মৃত মোন্নাফ সারেংয়ের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ডিবি উত্তর) মো. সালাম কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ লিংক রোড এলাকা থেকে ৩ হাজার ৪৫০ পিস ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বায়েজিদ থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এআই

আরও পড়ুন