বাংলাধারা ডেস্ক
নগরীর বায়েজীদ থানা এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘষের্ ইমন (২৭) নামের একজনের মৃত্যু হয়েছে।
রবিবার (৭ মার্চ) রাত ১০টার সময় ছাত্রলীগের বিবাদমান দুই গ্রুপের সংঘষের্ এ ঘটনা ঘটে।
জানা যায়, ইমন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দীনের সমর্থক হিসেবে পরিচিত। ইমন আরেফিনগর এলাকার বাসিন্দা নুর কাশেমের ছেলে।
বায়েজীদ থানা পুলিশ জানায়, পূর্ব থেকে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে বিরোধ ছিল। তারই জের ধরে রাত দশটার দিকে আরেফিনগর মুক্তিযোদ্ধা কলোনি এলাকায় ছুরিকাঘাত করা করা হয় ইমনকে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে ছাত্রলীগের কোন গ্রুপ তাকে ছুরিকাঘাত করেছে তা এখনো জানা যায়নি।
বাংলাধারা/এফএস/এআই













