২৮ অক্টোবর ২০২৫

বায়েজীদে ২৯,২৪৮ পিস ইয়াবা সহ ২ জন গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামের  বায়েজীদ বোস্তামী এলাকায় ২৯,২৪৮ পিস ইয়াবা সহ মোঃ জাহিদুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের  বায়েজীদ বোস্তামী থানাধীন উত্তরা আবাসিক সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকসহ আসামীকে গ্রেফতার করে পুলিশ।

পরে গ্রেফতারকৃত ব্যক্তির তথ্য মতে, কোতোয়ালী থানাধীন লালখান বাজার সংলগ্ন ইস্পাহানি মোড় হতে আহম্মেদ নূর (৫৫) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় নিয়মিত মামলা দাখিল করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ সালাম কবির, পিপিএম বলেন, ‘আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনের পাশাপাশি মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। যথাযথ তথ্য প্রাপ্তি সাপেক্ষে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।’

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন