৪ নভেম্বর ২০২৫

বিআইটিআইডি’তে ফের কিট সংকট

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রামের ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ল্যাবে ফের করোনার নমুনা পরীক্ষা করার কিট সংকট দেখা দিয়েছে। বর্তমানে যে কিট আছে তা দিয়ে আর মাত্র দুই দিন পরীক্ষা করা যাবে বলে জানা গেছে। 

বিআইটিআইডি ল্যাবের প্রধান অধ্যাপক ডা. শাকিল আহমেদ বলেন, দুই দিন চলার মত কিট আছে আমাদের হাতে। আমরা এটা ঢাকায় জানিয়েছি। আমি ৫ হাজার কিট চেয়েছি। আমরা এখন যে হারে পরীক্ষা করছি, তাতে ৫ হাজার কিট পেলে আমরা ১৫ দিন পরীক্ষা করতে পারবো। আশা করি এর মধ্যে কিট চলে আসবে।

এর আগে গত এপ্রিলের শুরুতেও করোনাভাইরাস পরীক্ষার কিট সংকটে পড়েছিল চট্টগ্রামের এই বিশেষায়িত হাসপাতালটি। নানা টানাপোড়েনের পর শেষ পর্যন্ত শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের হস্তক্ষেপে প্রায় ২ হাজার কিট চট্টগ্রামে ১৬ এপ্রিল চট্টগ্রাম এসে পৌঁছে। স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে সংগ্রহ করে কিটগুলো শিক্ষা উপমন্ত্রী তার নিজের গাড়িতে করেই চট্টগ্রাম পাঠিয়েছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন