বাংলাধারা প্রতিবেদন »
লকডাউনের কারনে দীর্ঘদিন সরকারি অফিস বন্ধ থাকার সুযোগ কাজে লাগিয়ে দালালশ্রেণি পুনরায় মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা চালাচ্ছিলো। দালালের দৌরাত্ম্য কমাতে চট্টগ্রাম বিআরটিএ কার্যালয় চত্বরে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ জুলাই) অভিযানটি পরিচালনা করা হয়।
এ সময় হাতেনাতে ৩ জন দালালকে গ্রেপ্তার করা হয়। অপরাধের মাত্রা বিবেচনায় তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
উল্লেখ্য, এর পূর্বে জেলার আনোয়ারা উপজেলাধীন চাতরী চৌমুহনী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ টি রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি অটোরিকশা আটক করা হয়।
জনস্বার্থে বিআরটিএ চট্টগ্রামের এসকল অভিযান অব্যাহত থাকবে।
বাংলাধারা/এফএস/টিএম













