বাংলাধারা ডেস্ক »
নগরীর কোতোয়ালী থানার বিআরটিসি মোড় থেকে অজ্ঞাতানামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ এপ্রিল) সকাল ৯টায় মরদেহটি উদ্ধার করা হয়।
পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান গণমাধ্যমকে বলেন, সকালে বিআরটিসি মোড়ের ট্রাফিক বক্সের পেছন থেকে এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।