বাংলাধারা প্রতিবেদন »
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নগর বিএনপির কার্যালয়ে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত ফরম নেওয়া যাবে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নগরের কাজীর দেউড়ির নাসিমন ভবনে বিএনপির কার্যালয়ে প্রার্থীদের মাঝে ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ বিএনপির নেতা-কর্মীরা।
বাংলাধারা/এফএস/টিএম













