বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রাম ও খুলনা বিভাগের নেতাদের নিয়ে মতবিনিময় সভায় বসেছে বিএনপি। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১ অক্টোবর) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সভা শুরু হয়।
বিষয়টি গণ্যমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, ‘সভায় জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা ছাড়াও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত রয়েছেন।’
বাংলাধারা/আরএইচআর













