বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় ও বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।
শনিবার দুপুরে নগরীর চকবাজার এবং গোল পাহাড় মোড়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রাজুর সভাপতিত্বে ও ওমরগণি এমইএস কলেজের ছাত্রলীগকর্মী আমাউল্ল্যাহ আরমানের সঞ্চালনায় নগর ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগকর্মী মো. সাজ্জাদুর রহমান, সাইফুল ইসলাম নোবেল, মো. রাশেদুল ইসলাম রাব্বি, মহসিন কলেজ ছাত্রলীগকর্মী জাহিদুল ইসলাম, রাকিব হোসেন, সাব্বির হাসান, শাকিল, নেজাম, আসিফ, হানিফ, সাগর, বাপ্পি, অন্তর মল্লিক, মারুফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় নগর ছাত্রলীগকর্মী আমান উল্লাহ আরমান বলেন, বিএনপি জামাতের অতীতের মত ধ্বংসের লীলা খেলা এই চট্টলায় খেলতে দেওয়া হবে না।আমরা তরুণ প্রজন্ম হিসাবে জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমরা মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্ব ঐক্যবদ্ধ।













