বাংলাধারা প্রতিবেদক »
বিএনপির সমাবেশের নামে দেশব্যাপী নৈরাজ্য, সন্ত্রাস সৃষ্টি, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে রাজপথে গণজমায়েত ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম নগরীর ২৫নং রামপুর ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজ শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকে নগরীর রামপুরায় নতুন বাজার বিশ্ব রোড মোড়ে এই গণজামায়েত ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। ধীরে ধীরে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণজমায়েতে অংশগ্রহণ করেন। তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন।

রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. আবদুস সবুর লিটন বলেন, ‘পাকিস্তানিদের দোসর বিএনপি-জামায়াত আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু দেশপ্রেমিক আওয়ামী লীগের নেতাকর্মীরা বেঁচে থাকতে সেই ষড়যন্ত্র সফল হবে না। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে। এজন্য আমাদের রাজপথে অবস্থান গ্রহণ করতে হবে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে অশুভ শক্তিকে মোকাবিলা করে আমরা সত্য-সুন্দরের বিজয় নিশ্চিত করব। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা শান্তিতে বিশ্বাস করি।’
আবদুস সবুর লিটন আরও বলেন, ‘আমরা সহিংসতায় বিশ্বাস করি না, আমরা অস্থিতিশীলতায় বিশ্বাস করি না। তাদের উদ্দেশ ছিল তারা (বিএনপি) বাংলাদেশকে অস্থিতিশীল করবে, অস্থিতিশীল করে তারা ভিন্ন পথে ক্ষমতায় আসার চেষ্টা করবে। এটাই ছিল তাদের (বিএনপির) ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র-চক্রান্ত কখনোই টিকতে পারে না। আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং আওয়ামী লীগ যদি অক্ষত থাকে পৃথিবীর কোনো শক্তি নেই চক্রান্ত করে অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে।’













