২৪ অক্টোবর ২০২৫

বিএনপির ভাইদের বলছি, ভোট সুষ্ঠু হবে-নির্বাচনে আসুন : কমল

কক্সবাজার-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়া বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘বিএনপির ভাইদের আশ্বাস দিতে চাই- নির্বাচন সুষ্ঠু হবে, নির্বাচনে আসুন। যারা স্বতন্ত্র প্রার্থী হতে চান- তাদের সাথে কোন কথা নয়, নির্বাচনে আসুন- মাঠেই কথা হবে। এ নির্বাচনে কেউ এক টাকা খরচ করে আমার কর্মীরা পাঁচ টাকা খরচ করবে। আর এ টাকার যোগান দিবে আমার নেতারা। সুতরাং ভয় পাওয়ার কিছুই নেই- যে নির্বাচন করবে করুক কক্সবাজার-৩ আসনে আমরা ১৬৯টি কেন্দ্রের মাঝে ১৬০টি কেন্দ্রে বিপুল ভোটে জয় লাভ করবো, ইনশাআল্লাহ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) থেকে দলের মনোনয়ন পেয়ে মঙ্গলবার (২৮ নভেম্বর) ঢাকা থেকে কক্সবাজার আসা সাইমুম সরওয়ার কমলকে রাজকীয় ভাবে বরণ করেছেন আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিকেল চারটায় ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে হাজারো কর্মী তাকে বরণ করে ‘নৌকা’ স্লোগানে মুখরিত করে তোলে বিমানবন্দর এলাকা। সেখানেই প্রতিক্রিয়ার জবাবে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে কমল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বদন্যতায় বদলে গেছে কক্সবাজার। গ্রামেগঞ্জের সব রাস্তা পাকা হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে, আন্তর্জাতিক বিমানবন্দর, ক্রিকেট স্টেডিয়াম, রেললাইন, মেডিকেল কলেজ, খুরুশকুলে আশ্রয়ণ প্রকল্প, ঈদগাঁওকে উপজেলায় রূপান্তর, বাঁকখালী নদীতে নির্মিত নান্দনিক ব্রীজ শেখ হাসিনা সরকারের অবদান। অসম্পূর্ণ কাজ শেষ করতে হবে- এটি করতে সকলের সহযোগিতা চাই।

কমল আরো বলেন, অতীতে মানুষের জন্য কাজ করেছি। নিজের জন্য কিছুই করি নি। এবার নির্বাচিত হলে আগের চেয়ে বেশি সেবা নিশ্চিত করবো। সুশাসন প্রতিষ্ঠা করবো। আর কক্সবাজারে যেসব মানুষ খাস জমিতে বাস করছেন তাদের জন্য জমি বন্দোবস্ত করবো।

এ সময়, কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, কাউন্সিলর রাজবিহারী দাশ, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল করিম, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান, চৌফলদন্ডি ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, কক্সবাজার পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, রামু উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ইব্রাহিম খলিল, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তপন মল্লিক সাধারণ সম্পাদক আবু বক্করসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলের নেতাকর্মীসহ হাজারো কমল সমর্তক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন