চট্টগ্রাম ১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, বিএনপি ২০১৪ সালেও নির্বাচনে না এসে ভূল করেছিলো সে একই ভূল বিএনপি ২০২৪ সালেও করতে চলেছে, বিএনপি এখন জনগণ নিয়ে রাজনীতি করে না বিএনপির রাজনীতি এখন ফেসবুক, ইউটিউব এবং টকসো কেন্দ্রীক হয়ে পড়েছে,বিএনপির কিছু নেতা আছে যারা টকসোতে গিয়ে সরকারকে পতন করার হুমকি দেয় কিন্তু তারা নির্বাচনে আসে না কারণ তারা নির্বাচনে ভয় পাই বলে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে উপজেলার আব্দুল জলিল চৌধুরী স্কুল মাঠে নৌকার ১ম নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচনে কে আসছে কে আসে নাই সেটা দেখার বিষয় নয় আগামী ৭জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আর আপনারা সেদিন ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কয় ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।
কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রীর একান্ত সচিব রিদুয়ানুল করিম চৌধুরীর সায়েম, বীর মুক্তিযোদ্ধা এম এন ইসলাম,দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হায়দার আলি রনি, সদস্য সিদ্দিক আহমদ বি.কম, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী প্রমুখ।













