৯ নভেম্বর ২০২৫

বিএনপির ২৭ দফা দাবি দেশের আগামী দিনের স্বপ্ন: আমীর খসরু

বাংলাধারা প্রতিবেদন »

বিএনপির ২৭ দফা দাবি দেশের আগামী দিনের স্বপ্ন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘এটি সব দল, সব ধর্ম, সব বর্ণ, সব ভাষা, সব মত একসঙ্গে মিলে একটি রংধনুর মতো সুন্দর হবে। আগামীদিনে বিএনপি ক্ষমতায় গেলে বৌদ্ধ সম্প্রদায়ের উন্নয়নে কাজ করবে।’

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নগরের প্যারেড মাঠে পূর্ণচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা উপসংঘরাজ সত্যপ্রিয় মহাস্থবির জাতীয় অন্তোষ্টিক্রিয়া ও ধর্মীয় মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এ নেতা বলেন, ‘আওয়ামী লীগ কী বলল সেটা আমাদের দরকার নেই। বাংলাদেশের মানুষ, যাদের ওপর বিএনপির রাজনীতি নির্ভরশীল, তারা যদি সন্তুষ্ট হয়, তারা যদি ২৭ দফা গ্রহণ করে, ২৭ দফা যদি তাদের প্রত্যাশা পূরণ করতে পারে, সেটাই আমাদের সফলতা। অন্য দল কে কী বলছে না বলছে, সেটা নিয়ে আমাদের মাথাব্যাথা নেই।’

আমীর খসরু বলেন, ‘আমরা কাজ করে যাচ্ছি বাংলাদেশের মানুষের প্রত্যাশা আর চাহিদা মাথায় রেখে। বাংলাদেশের সংবিধানে মানুষের যে অধিকার দেয়া হয়েছে, সেগুলো নিশ্চিত করাই আমাদের রাজনীতি। আমাদের রাজনীতি গণতন্ত্রের পক্ষে, আইনের শাসনের পক্ষে, মানবাধিকারের পক্ষে, গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে, মানুষের জীবনের নিরাপত্তার পক্ষে, ভোট ও ভাতের অধিকারের পক্ষে। তার বিপরীতে যারা দাঁড়িয়ে আছে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। তাদের সরিয়ে বাংলাদেশে আগামীতে যে জাতীয় সরকার গঠিত হবে, সেই জাতীয় সরকার এই ২৭ দফা বাস্তবায়ন করবে ইনশল্লাহ।’

২৭ দফা বিএনপির রাজনীতির সঙ্গে সাংঘর্ষিক, আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘আমাদের দলের সঙ্গে কী সাংঘর্ষিক, সেটা যদি আওয়ামী লীগ আমাদের আগে বুঝে যায়, তাহলে তো তারা বিএনপির আদর্শে বিশ্বাস করতে শুরু করেছে। যাক, সেটা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। বিএনপির মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে গর্ত থেকে বের করে এনে সঠিক ট্র্যাকে পুনরায় বসানো। এজন্যই ২৭ দফা দেয়া হয়েছে।’

নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এই ২৭ দফা বাংলাদেশের মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। জনগণ যেভাবে সাড়া দিয়েছে, এতে প্রমাণিত হয় যে ২৭ দফা জনগণের প্রত্যাশা পূরণে সমর্থ হয়েছে। দেশে-বিদেশে ২৭ দফার প্রতি যে সমর্থন, সবাই যেভাবে এর ওপর আস্থা-বিশ্বাস রেখেছে, এজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’

জাতীয়তাবাদী বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপি আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাসেম বক্কর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক  এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি বাবুচন্দ্র গুপ্ত বড়ুয়া, নগর বিএনপির সদস্য  মনজুর আলম চৌধুরী, কামরুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু প্রমুখ।

এর আগে বিএনপি পক্ষ থেকে পূর্ণচার আন্তর্জাতিক বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা উপ সংঘরাজ সত্যপ্রিয় মহাস্থবিরের জাতীয় অন্ত্যষ্টিক্রিয়া  ও ধর্মীয় মহাসম্মেলনে শ্রদ্ধা নিবেদন করা হয় ।

আরও পড়ুন