৩০ অক্টোবর ২০২৫

বিএনপি গণতন্ত্রের মুখোশধারী সাম্প্রদায়িক দল : ইনু

কক্সবাজার প্রতিনিধি »

বিএনপিকে গণতন্ত্রেও মুখোশধারী সাম্প্রদায়িক দল বলে উল্লেখ করেছেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেছেন, আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কথা বলে, কিন্তু সমাজতন্ত্রের পক্ষে নীরব। আর বিএনপি স্বাধীনতার কথা বলে ‘রাজাকার-জঙ্গীর’ সাথে ঐক্য করে। তারা গণতন্ত্রের মুখোশধারী সাম্প্রদায়িক দল। আবার বেশীরভাগ বামপন্থীরা সমাজতন্ত্রের কথা বলে এমন সব পদক্ষেপ নেয়, আওয়ামীলীগ-বিএনপির মাঝখান দিয়ে হাটতে যেয়ে, রাজাকার ও বিএনপির লাভ করে। ইসলামের নামধারী দলগুলো সাম্প্রদায়িক, ধর্ম ও দেশ বিরোধী ভুমিকা গ্রহণ করে। কিন্তু জাসদই একমাত্র দল যা মুক্তিযুদ্ধের চেতনা সমাজতন্ত্রসহ সংবিধানের চারনীতির উপর অবিচল রয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) বিকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে কক্সবাজার জেলা জাসদের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

জেলা জাসদ সভাপতি নইমুল হক চৌধুরী টুটুলের সভাপতিত্বে সাবেক মন্ত্রী ইনু বলেন, ২০১৯ থেকে দেশ এক নতুন রাজনৈতিক পর্বে প্রবেশ করেছে। ২০০৮ থেকে ২০১৮ এই দশ বছরে জঙ্গী-আগুন সন্ত্রাস ও রাজাকার চক্রকে দমনের মাধ্যমে সাফল্য এবং বিষ্ময়কর উন্নয়নের পথে দেশ এগিছে। ১৪দলের জন্য এই দশ বছর সামরিক শাসন-সাম্প্রদায়ীকতার ক্ষতি থেকে দেশ পূণরুদ্ধার পর্ব। এখন নতুন পর্বের চ্যালেঞ্জ হলো, বিগত ১০ বছরের সাফল্য ও অর্জন-সংহত করা। রাজনীতির মাঠের শান্তি স্থায়ী করার জন্য বিএনপি-জামায়াত-জঙ্গী চক্রের পুনরুত্থানের সকল ফাঁক ফোকর বন্ধ ও উন্নয়ন এর সুফল ঘরে ঘরে পৌঁছাতে বৈষম্যের অবসান করা। উন্নয়নকে আরেক ধাপ উঠাতে শাসন-প্রশাসনে দুর্নীতি-দলবাজী-ক্ষমতাবাজীর সিন্ডিকেট ধ্বংস করে, সর্বক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা। মুজিব বর্ষে জাতীয় চেতানার জাতীয় পুনর্জারণ করা।

ইনু আরও বলেন, বাংলাদেশে কয়েক ধারার রাজনীতি হয়। এরমাঝে আওয়ামীলীগ মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলে। কিন্তু রাষ্ট্রের চার নীতি সমাজতন্ত্র নিয়ে কথা বলে না। বড় দল হলেও সমাজতন্ত্র নিয়ে মাথা ঘামায় না আওয়ামীলীগ। কিন্ত জাসদ মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, ঐক্য এবং সমাজতন্ত্র নিয়ে কথা বলে। মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় আওয়ামীলীগ এককভাবে স্বয়ংসম্পূর্ণ নয়, তাই জাসদের প্রয়োজন রয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করাসহ জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাস দূর করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে জাসদ শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিচ্ছে। জাতীয় ও ঐক্যের স্বার্থ-গণতন্ত্র-অসাম্প্রদায়িক ধারাকে উর্ধ্বে রেখে রাজনীতি করে জাসদ। তাই সমাজতন্ত্রসহ সংবিধানের চারনীতির ধারায় দেশকে রাখতে হলে জাসদকে শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল আহসান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু।

জেলা জাসদ সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদের সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন, শহর জাসদ সভাপতি মো. হোসাইন মাসু, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এডভোকেট রফিক উদ্দিন চৌধুরী, জাসদ নেতা মো. জাকারিয়া, মাইমুনুর রশিদ, মোজাফ্ফর আহমদ, শহর জাসদ সাধারণ সম্পাদক নুর আহমদ, সহ-সভাপতি সাংবাদিক মো. আমান উল্লাহ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাহাদুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পরিতোষ বড়–য়া, শিক্ষা বিষয়ক সম্পাদক খোরশেদ আলম অদুদ, জাসদ নেতা আবদুর রশিদ, চকরিয়া উপজেলা জাসদের সভাপতি আবু তাহের জিন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, রামু উপজেলা জাসদের সভাপতি মো. ইউনুচ, সাধারণ সম্পাদক অমিত বড়–য়া, উখিয়া উপজেলা জাসদের কার্যকরী সভাপতি এডভোকেট অনিল কান্তি বড়–য়া, মহেশখালী উপজেলা জাসদের আহবায়ক আশরাফুল করিম সিকদার নোমান, মিসবাহ উদ্দিন ইরান, জাসদ নেতা প্রবাল পাল, বিল্পব বড়–য়া, জাতীয় যুবজোট সভাপতি অজিত কুমার দাশ হিমু, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, সহ-সভাপতি জাকের হোসেন, শ্রমিক জোট সভাপতি আবদুল জব্বার কার্যকরী সভাপতি প্রদীপ দাশ, সাধারণ সম্পাদক আসাদুল হক আসাদ, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কক্সবাজার জেলা সভাপতি আবদুর রহমান প্রমুখ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন