চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধলই ইউনিয়ন ছাত্রলীগ।
শনিবার বিকেলে উপজেলার ধইল ইউনিয়নের কাটিরহাট এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে হাটহাজারী উপজেলা ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা মোহাম্মদ হাসনাইনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ রুবেল চৌধুরী অপু,সহ সভাপতি কায়সার চৌধুরী।
এসময় বক্তারা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামাতের সকল অপশক্তিকে পরাজিত করে জনগণের ম্যান্ডেট নিয়ে দেশরত্ন শেখ হাসিনা আবারও সরকার গঠন করবেন। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালামের নেতৃত্বে সকল অপশক্তিকে মোকাবেলা করতে ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় প্রস্তুত রয়েছে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা তামিম, সিয়াম, বাদশা, সায়েম, মিরাজ, রবি, ফারদিন, সাইফুল, সাবিদ, জিসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।