বাংলাধারা প্রতিবেদন »
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নগরীর কাজীর দেউড়ির নসিমন ভবনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
রোববার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় কার্যালয়টি উদ্বোধন করা হয়।
এ সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির পক্ষে জনগণ আছেন। এই জনগণই আমাদের শক্তি। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির প্রার্থী জয়ী হবেন। তবে নির্বাচন সুষ্ঠু হবে না, সেটা বিগত সব নির্বাচনে প্রমাণ হয়েছে। তাই নেতাকর্মীদের কেন্দ্রে পাহারা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, নির্বাচন কমিশনকে অভিযোগ দিয়ে কোনো লাভ নেই। তারা কোনো বিচার করবে না। আইনশৃঙ্খলা বাহিনীও নিরপেক্ষ ভূমিকা পালন করবে না। যা করতে হবে আমাদেরই করতে হবে। নির্বাচনের দিন প্রস্তুত থাকতে হবে। এ নির্বাচনে বিএনপির প্রার্থীকে জয়ী করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মঞ্জুরুল হক মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
বাংলাধারা/এফএস/টিএম













