১০ নভেম্বর ২০২৫

২০৪০ পর্যন্ত ক্ষমতায় থাকবে আওয়ামীলীগ – নগর যুবলীগের সম্মেলনে শেখ সেলিম

আরেকটি এক এগারোর জন্য ষড়যন্ত্রকারীরা সক্রিয় – যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ

বিশেষ প্রতিবেদক»

নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনায় চলছে নগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সম্মেলন শুরু হয়। সোমবার (৩০ মে) নগরীর পাঁচলাইশ এলাকার দি কিং অব চিটাগাং ক্লাব চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় চট্টগ্রাম মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। বেলা ১২টায় নগরীর পাঁচলাইশস্থ দি কিং অব চিটাগাং-এ সম্মেলনে দিনের কার্যক্রম শুরু হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ শেখ ফজলুল করিম সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচন সংবিধান মেনে গণতান্ত্রিকভাবেই হবে। কোনো ধরনের অবৈধ সরকার অবৈধ নির্বাচন হবে না। সংবিধানে তার ব্যবস্থা আমরা করেছি।

বিএনপির নির্বাচন বর্জন নিয়ে তিনি ন্যাপের তুলনা দিয়ে বলেন, ৭০ এর নির্বাচনে ন্যাপ অংশ নেয়নি। নির্বাচন বর্জনের কারণে সেই ন্যাপ আজ বিলুপ্ত প্রায়। বিএনপিকেও ইতিহাসের সেই একই ধারা বরণ করতে হবে। বিএনপি ক্রমশ অস্তিত্বহীন হয়ে পড়ছে।

সরকারের সাফল্য ও বিএনপির আন্দোলনের ব্যর্থতার কথা উল্লেখ করে শেখ সেলিম বলেন, ২০৪০ পর্যন্ত এই সরকার ক্ষমতায় থাকবে। বিএনপিসহ কোনো শক্তি আওয়ামীলীগকে নির্বাচনে পরাজিত করতে পারবে না।

সম্মেলনের উদ্বোধক কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ আসন্ন ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা সরকারকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন। শেখ পরশ তার বক্তব্যে যুবলীগের কর্মীদের চার টি নির্দেশনা দিয়ে বলেন, সেবামূলক কর্মসূচি মাধ্যমে কার্যক্রম অব্যাহত রাখুন, অনৈতিক ও অপরাধমূলক কার্যকলাপ বন্ধ করুন, সকল ভেদাভেদ ও গ্রুপিং বন্ধ করুন, সংগঠনকে গতিশীল রাখুন। এ লক্ষ্যগুলো অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এক-এগারোর কুশীলবদের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা দিয়ে শেখ পরশ আরো বলেন, বিরোধী শক্তি প্রতিনিয়ত ষড়যন্ত্রে লিপ্ত। ধৈর্য্য, প্রজ্ঞা, ঐক্য দিয়ে এই ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে।

শেখ হাসিনাকে ন্যায় নিরপেক্ষতার প্রতীক উল্লেখ করে শেখ পরশ আরো বলেন, আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে, তিনিই সবচেয়ে নিরপেক্ষ এবং যোগ্য ব্যক্তি।

সম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। সম্মেলনের

প্রধান বক্তা ছিলেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী, এম এ লতিফ এমপি, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, বদিউল আলম বদি, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, কাজী মাজহারুল ইসলাম, শহিদুল হক চৌধুরী রাসেল।

নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন ফরিদ মাহমুদ, দেলোয়ার হোসেন খোকা ও দিদারুল আলম।

আরও পড়ুন