৪ নভেম্বর ২০২৫

বিএমএ নেতার ফেইসবুকে স্ট্যাটাস নাকি হুমকি!

বাংলাধারা প্রতিবেদন »

কেন্দ্রীয় বিএমএ ও সকল বিএমএ শাখার নেতারা এখন ও কিভাবে বহিষ্কার না হয়ে চেয়ারে বসে আছে বলে ক্ষমতা প্রদর্শনমূলক প্রশ্ন তুলেছেন বিএমএ চট্টগ্রাম শাখার নেতা ডা. ফয়সল ইকবাল চৌধুরী।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১০টার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসে দেয়া বিশেষ দ্রষ্টব্যে প্রতিপক্ষকে ছুঁড়ে মেরে এই প্রশ্ন তুলেন তিনি।

তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘অবিলম্বে কেন্দ্রীয় বিএমএ-এর প্রস্তাবনার যথাযথ বাস্তবায়ন করে নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করুন।
বিদ্রঃ ভয়ে ভয়ে শেয়ার করলাম আবার না তিনি বলে বসেন, কেন্দ্রীয় বিএমএ ও সকল শাখার বিএমএ নেতারা এখনও কিভাবে বহিস্কার না হয়ে চেয়ারে বসে আছে?’

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে ‘নিজেদের নিরাপত্তা নিজেদের কেই নিতে হবে’ শিরোনামে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরুৎসাহী করে ফের আরও একটি স্ট্যাটাস দেন তিনি।

এরও আগে তিনি এক স্ট্যাটাসে পিপিই সরবরাহে সরকারে ফের অপপ্রচার করে লিখেছেন, ‘আমি কি ভুল বলেছিলাম? আমার কেন্দ্রীয় মহাসচিব কি বলেছেন দেখেন। সরবরাহ চেইনে কারা জড়িত ছিল যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেয়া হোক। এদের কারণেই আজ পর্যন্ত আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ৩২৪।
বিদ্র : কাউকে কটাক্ষ করে খারাপ ভাষায় কিছু না লেখার অনুরোধ রইল।’

এর আগে করোনাযোদ্ধা চিকিত্‍‌সক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরুৎসাহিত করে এবং শেখ হাসিনা সরকারকে বিব্রত পরিস্থিতি ও প্রশ্নবিদ্ধ করে অপপ্রচার করে লিখেছিলেন ‘দেশ তো দেখি পিপিপিতে সয়লাব, ভিক্ষুকও পিপিপি পড়ে ভিক্ষা করছে। সন্মানিত চিকিৎসক ও চিকিৎসাসেবাকর্মী ভাইয়েরা, লাইভ-এ দেখলাম ১০ লাখের অধিক বিতরণ। আপনারটা পেয়েছেন তো? পিপিপি নয় PPE’

অথচ চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এখন পর্যন্ত চট্টগ্রাম জেলায় ১০ হাজার ৬শ ৫৬ টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ করা হয়েছে৷ বর্তমানে জেলায় ২৩ হাজার ৪শ ৪৭ টি পিপিই মজুদ আছে৷ সরকার শীঘ্রই এন-৯৫ মাস্কসহ অন্যান্য সামগ্রী সরবরাহ করবে বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে।

এদিকে, করোনাভাইরাস মোকাবিলায় চিকিত্‍‌সক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা যেভাবে পরিষেবা দিচ্ছেন, সে জন্য তাঁদের সাহসিকতার পুরস্কার দেবে বলেও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও বিএমএ নেতার ফেইসবুকে এমন সব স্ট্যাটাস দেখে সচেতন নগরবাসী মনে করছেন, ডা. ফয়সল ইকবাল চৌধুরী করোনাযোদ্ধা চিকিত্‍‌সক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরুৎসাহিত করে দায়িত্বে থেকে সরকারের অপপ্রচার করছেন।

উল্লেখ্য, ডা. মোহাম্মদ ফয়সল ইকবাল চৌধুরী একাধারে বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, করোনা প্রতিরোধে স্বাচিপ এর বিভাগীয় সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদের দায়িত্ব পালন করছেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন