বাংলাধারা ডেস্ক »
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নড়েচড়ে বসেছে মেরিটাইম ওয়ার্ল্ড। সিঙ্গাপুর বন্দর নিরাপত্তা ও ইয়ার্ডের ধারণক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় বাংলাদেশ থেকে হাইড্রোজেন পারঅক্সাইডের চালান সীমিত করার নির্দেশনা দিয়েছে।
শুক্রবার (১০ জুন) বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আলোচনায় থাকা হাইড্রোজেন পারঅক্সাইডের চালানে সতর্ক বিভিন্ন বন্দর কর্তৃপক্ষ, শিপিং এজেন্ট, ফ্রেইট ফরওয়ার্ডার, বেসরকারি অফডক বা কনটেইনার ডিপো।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা জেনেছি চট্টগ্রামের চারটি বেসরকারি আইসিডিতে রফতানির লক্ষ্যে শতাধিক কনটেইনার হাইড্রোজেন পারঅক্সাইড রয়েছে। শিল্পের কাঁচামাল হওয়ায় হাইড্রোজেন পারঅক্সাইডের আমদানি-রফতানি বন্ধ হবে না। তবে সাময়িকভাবে মেইন লাইন অপারেটরের বিভিন্ন জাহাজের ক্যাপ্টেন, পোর্ট কর্তৃপক্ষ এ পণ্য নিয়ে উদ্বিগ্ন। তদন্ত রিপোর্ট, বিশেষজ্ঞদের মতামত, যুগোপযোগী নীতিমালা বা গাইডলাইনের অপেক্ষার পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্টরা।













