৭ নভেম্বর ২০২৫

বিএম ডিপোতে মিললো আরো দুজনের মরদেহ

বাংলাধারা প্রতিবেদক»

সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপো থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এছাড়া বেশ কয়েকজনের হাড়ও উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহ দুটি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আজ(৭ জুন) ফায়ার সার্ভিস কর্মকর্তা আনিসুর রহমান গণমাধ্যমকে জানান, বিএম ডিপোর দূর্ঘটনার কেন্দ্রস্থলে আজ উদ্ধার কাজ চালানো হচ্ছে। এসময় সেখানে মরদেহ দুটির সন্ধান মেলে। মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে। ডিএনএ টেষ্ট করে তাদের পরিচয় নিশ্চিত করা হবে। উদ্ধার হওয়া মরদেহ দুটি সহ এই ঘটনায় সর্বমোট মৃতের সংখ্যা ৪৩।

উল্লেখ্য, গত ৪ জুন রাতে সীতাকুন্ড বিএম ডিপোতে অগ্নিকান্ড ও ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত ৪৩ জন নিহত, আহত ৪ শতাধিক।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ