৭ নভেম্বর ২০২৫

বিএম ডিপোর ঘটনায় তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি

বাংলাধারা ডেস্ক »

‘সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷ যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আহত রোগীদের দেখতে এসে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ এসব কথা বলেন।

তিনি বলেন, সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনাস্থল থেকে সিআইডিকে সব ধরনের আলামত সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের জন্য দুটি কমিটি গঠন করা হয়েছে। একটি সরকারিভাবে আরেকটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। দুই কমিটিতে সিআইডি থেকে বিশেষজ্ঞ দেওয়া হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ