রানা নাহা »
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন বিএসকেএস সেন্ট্রাল কমিটির ‘যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক’ ও বিএসকেএস চট্রগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মনোনীত হলেন চট্টগ্রামের সন্তান ও জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বিবিসিনিউজ টুয়েন্টিফোর ডটকম ডটবিডি’র প্রকাশক ও সম্পাদক মাহমুদুল হাসান রাকিব।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন’র সভাপতি শেখ তিতুমীর আকাশের বিশেষ ঘোষণার মাধ্যমে এই তথ্য জানান।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন বিএসকেএস কেন্দ্রীয় কমিটিতে যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে নিযুক্ত করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহমুদুল হাসান রাকিব। তিনি বলেন, সাংবাদিকদের মূলমন্ত্র হলো- সত্যের সন্ধান করা ও ন্যায়ের পক্ষে থাকা। এই মূলমন্ত্রের দীক্ষায় দিক্ষিত হয়ে কাজ করে যাচ্ছি। এই দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। আমার ওপর অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার ও সততার সাথে পালন করবো। সর্বোপরি, ডিজিটাল বাংলাদেশ গড়ার একজন সৈনিক হিসেবে আমি সেই লক্ষ্যে পূর্বের ন্যায় কাজ করে যাবো। সবাই আমার ও আমাদের জন্য দোয়া করবেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













