২৩ অক্টোবর ২০২৫

বিএসপিআই-তে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

বাংলাদেশ হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ৩০ শতাংশ ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির সিদ্ধান্ত এবং ২০২১ সালের বিতর্কিত ক্রাফট নিয়োগ বাতিলের দাবিতে সারাদেশে চলমান ‘কারিগরি ছাত্র আন্দোলন’ এর ছয় দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর শিক্ষার্থীরা।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে বিএসপিআই ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন ডিপার্টমেন্ট প্রদক্ষিণ করে কাপ্তাই সড়কে এসে অবস্থান নেয় এবং শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে নানা স্লোগানে দাবিগুলো উপস্থাপন করতে থাকে।

বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএসপিআই-এর সিভিল উড ডিপার্টমেন্টের শিক্ষার্থী ইমতিয়াজ আবছার চৌধুরী, ইলেকট্রিক্যাল বিভাগের রিশাদ মাহমুদ, মো. মাসুম, তাহসিন কবির রাতুল এবং মুজাহিদুর রহমান নকিব।

দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান। এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বোঝানোর চেষ্টা করেন। পরে শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবির একটি স্মারকলিপি ইউএনও’র হাতে তুলে দিয়ে বিকেল ৫টার দিকে সড়ক থেকে সরে গিয়ে ক্যাম্পাসে ফিরে যান।

এই আন্দোলনের বিষয়ে শিক্ষার্থী ইমতিয়াজ আবছার চৌধুরী বলেন, “আমাদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা সকল শিক্ষা কার্যক্রম বন্ধ রাখব। পাশাপাশি ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে দায়ের করা সব অবৈধ মামলার রিট দ্রুত বাতিল করতে হবে।”

এআরই/বাংলাধারা

আরও পড়ুন