রাজধানীর হাতিরঝিল থানায় সাবেক স্ত্রী রিয়া মনির করা হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে জামিন দিয়েছেন আদালত।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালত ২০০ টাকার মুচলেকায় তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে বিকেল ৪টা ১০ মিনিটে হাতিরঝিল থানা থেকে হিরো আলমকে ঢাকার সিএমএম আদালতে আনা হয়। এরপর কঠোর নিরাপত্তায় তাঁকে আদালতের হাজতখানায় রাখা হয় এবং পরে নয়তলার এজলাসে হাজির করা হয়।
জামিন শুনানিতে হিরো আলমের পক্ষের আইনজীবী শান্তা সাছসিনা, রিপনসহ আরও কয়েকজন জামিনের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান ও অভিজিৎ মজুমদার জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা যায়, বৈবাহিক সম্পর্কের টানাপোড়েনের পর হিরো আলম রিয়া মনিকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। পরে ২১ জুন সমঝোতার কথা বলে হাতিরঝিল এলাকার একটি বাসায় ডেকে নেওয়া হয় রিয়াকে। অভিযোগে বলা হয়, সেখানে হিরো আলমসহ ১০–১২ জন অজ্ঞাত ব্যক্তি রিয়া মনি ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ করেন। পরে তাঁদের বর্তমান বাসায় ঢুকে কাঠের লাঠি দিয়ে মারধর করেন এবং রিয়ার শরীরে আঘাতের চিহ্ন সৃষ্টি হয়। এছাড়া তাঁর গলায় থাকা দেড় ভরি স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। ঘটনার পর ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন।













