৩১ অক্টোবর ২০২৫

বিকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন ঐক্যফ্রন্ট নেতারা

বাংলাধারা ডেস্ক » 

ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে দেখতে যাওয়ার অনুমতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আজ সোমবার (২১ অক্টোবর) সাক্ষাৎ করবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

বিকাল ৩টায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।

এর আগে রবিবার দুপুরে রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের চেম্বারে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভায় খালেদা জিয়াকে কারাগারে দেখতে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন