বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল (বিকেএফকেএস)-এর আয়োজনে এবং বাংলাদেশ সোতোকান কারাতে দো অ্যাসোসিয়েশনের সহযোগিতায় দুই দিনব্যাপী “বিকেএফকেএস আন্তঃ স্কুল কারাতে প্রতিযোগিতা – ২০২৫” সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতাটি গত ৩১শে অক্টোবর ও ১লা নভেম্বর বিকেএফকেএস-এর পাঁচলাইশ শাখায় অনুষ্ঠিত হয়।
এই চ্যাম্পিয়নশিপে ১০টি স্কুলের প্রায় ২৬০ জন প্রতিযোগী কাতা, কিহন ও কুমিতে ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। সর্বমোট ৮৪টি স্বর্ণপদকের মধ্যে ২০টি স্বর্ণ জিতে পাঁচলাইশ শাখা চ্যাম্পিয়ন হয় এবং ১৭টি স্বর্ণপদক পেয়ে আলকরন শাখা রানার্সআপ হয়।
৩১শে অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেএফকেএস-এর সহ-সভাপতি এস. এম. সাহাবুদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাহী সদস্য শিহান এ. বি. রনি। উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শহীদুল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ওয়াহিদুল হক (পিএসসি, পিএইচডি) এবং বিকেএফকেএস-এর অতিরিক্ত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পুলিশের এন্টি-টেরোরিজম অফিসার শাহাদাত হোসেন।
১লা নভেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেএফকেএস-এর সহ-সভাপতি মানজুমা মোর্শেদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শিহান শাহজাদা আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকেএফকেএস-এর সহ-সভাপতি এস. এম. বখতিয়ার, সাবেক জাতীয় কোচ সরোয়ার খসরু, কচুখালি ক্রীড়াভবনের সভাপতি সুজাইপ্রু মারমা, সাংবাদিক রাজিব চক্রবর্তী, সিনিয়র কারাতে কোচ ও নির্বাহী সদস্য উষা হ্লা মারমা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইমরান উদ্দিন, সহ- কোষাধ্যক্ষ রবিউল হাসান রবিন, আইটি সম্পাদক বিধান দাশ, নির্বাহী সদস্য শাহেদুল হক শাহেদ, এডভোকেট সোনিয়া শারমিন নুপুর, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম নানটু, সৈয়দ মোহাম্মদ মোরশেদ, তামিম রাইয়ান খান, মুক্তা দাশসহ অন্যান্য অতিথিবৃন্দ।
খেলা পরিচালনায় দায়িত্ব পালন করেন চিফ রেফারি ও বিকেএফ রেফারি আলমগীর হোসেন, জয়দেব পাল, ওবায়দুল হক সাগর, এখলাসুর রহমান, জহিরুল ইসলাম গাজী, মো. ফারুক, মো. রাজিব, তারিফাহ বিনতে রনি, লারাইবা কবির চৌধুরী, সুমাইয়া বাবু, শারমিন আক্তার, নিলিমা মান্নান, কোয়েল বনিক, ইদমাম ওয়াছি, সামুন কাদেরসহ অনেকে।
				












