চট্টগ্রাম নগরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে দাবি করেছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এমডি প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।
সোমবার (১৫ মে) সকালে তিনি জানান, গ্যাস সংকটের বিষয়ে চট্টগ্রামবাসীর জন্য সুখবর আছে। ইতিমধ্যে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। নগরের কিছু কিছু এলাকায় গ্যাস পাওয়া যাচ্ছে। আজ বিকেলের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় মোখা’র কারণে ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ করে দেওয়ায় গত শনিবার থেকে নগরের শুরু হয় তীব্র গ্যাস সংকট। বাসা-বাড়িতে গ্যাস না থাকায় বিপাকে পড়ে নগরবাসী। বন্ধ হয়ে যায় গ্যাসনির্ভর যানবাহন চলাচল।













