বাংলাধারা স্পোর্টস »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর স্থগিত হওয়ায় ভারত থেকে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) চাটার্ড ফ্লাইটে বিকেল ৫টায় হযরত শাহজালাল বিমান বন্দরে পা রাখবেন তাঁরা।
জানা গিয়েছে, দেশে ফিরলেও এখনই নিজ নিজ বাড়ি অথবা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না সাকিব-মুস্তাফিজ। রাজধানীর ৫ তারকা একটি হোটেলে ১৪দিনের কোয়ারেন্টাইন পালন করবেন দুজন। তারপরই শ্রীলঙ্কা সিরিজের জন্য অনুশীলনে যোগ দেবেন।
শ্রীলঙ্কার বিপক্ষে এখনো দল ঘোষণা না করলেও প্রাথমিক দলে থাকা বেশ কয়েকজনই ইতোমধ্যে মিরপুরে অনুশীলন আরম্ভ করেছেন। অন্যদিকে শ্রীলঙ্কা সিরিজ শেষ করে দেশে ফেরা তামিম-মুশফিকরাও অনুশীলন পর্বে যোগ দিবেন নিজেদের হোম কোয়ারেন্টিন শেষে। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ২৩ মে।
উল্লেখ্য, গত মঙ্গলবার আইপিএলে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকেও করোনা পজিটিভ আসে কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার এবং সাকিব সতীর্থ বরুণ চক্রবর্তী ও সন্দ্বীপ ওয়ারিয়রের। তারপরেই খবর বের হয়ে করোনায় আক্রান্ত হয়েছেন চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ বালাজি ও দলটির বাস পরিস্কার করা এক কর্মীর।
তাঁদের সঙ্গে যোগ হয় দিল্লী স্টেডিয়ামে পাঁচ মাঠকর্মীর করোনা আক্রান্তের খবর। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে কিভাবে করোনা ঢুকলো সেটিই এখনো খুঁজছে বিসিসিআই। তবে শেষদিকে সানরাইজার্স হায়দরাদের ঋদ্ধিমান সাহা ও দিল্লীর স্পিনার অমিত মিশ্রর করোনা পজিটিভ হওয়ার পরই আইপিএল আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই।
বাংলাধারা/এফএস/এআর













