১৭ ডিসেম্বর ২০২৫

বিক্ষোভের মধ্যে ১৩০ গার্মেন্ট কারখানা বন্ধ ঘোষণা

ঘোষিত ন্যূনতম মজুরি প্রত্যাখান করে শ্রমিকদের আন্দোলন-বিক্ষোভের মধ্যে সাভারের শিল্পাঞ্চলের ১৩০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘বন্ধ হওয়া কারখানার মধ্যে ১০০টি আশুলিয়া অঞ্চলের আর বাকি ৩০টি সাভারের।’

ন্যূনতম ২৩ হাজার বেতনের দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে মঙ্গলবার সাড়ে ১২ হাজার টাকা মজুরি ঘোষণা করে সরকার। কিন্তু তা প্রত্যাখান করে গাজীপুর ও সাভার শিল্পাঞ্চলে বিক্ষোভ অব্যাহত রাখে শ্রমিকরা।

বিক্ষোভের মধ্যে গাড়ি ও কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধেছে। এই অবস্থার মধ্যে জানমালের নিরাপত্তা ও নাশকতা এড়াতে সাভারের বেশ কিছু কারখানা তাৎক্ষণিক ছুটিও ঘোষণা করে।

শনিবার একসঙ্গে ১৩০ কারখানা বন্ধের তথ্য জানিয়ে পুলিশ সুপার বলেন, ‘অনেক কারখানায় সকালে শ্রমিকরা কাজে যোগ দেন। তারা কার্ড পাঞ্চ করে কারখানায় ঢুকে হাজিরা দেন। কিন্তু ভেতরে আর কাজ করেন না। বেশকিছু কারখানায় শ্রমিকরা কাজ না করে নানাভাবে শ্রমিকদের উসকানি দেন। এসব বিবেচনায় কারখানাগুলোকে চিহ্নিত করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।’ সূত্র : বিডিনিউজ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ