১.
বিজয় মিছিল
মুখ ফুটে আজো চাইতে পারিনি স্বাধীনতা,
ক’ফোঁটা পেয়েছি বিজয়ের স্বাদ?
এখনো বুকে জমা হাহাকার
ফুসফুস জুড়ে পরাজয়ের আহ্লাদ (!)
তাই আমার আর ‘বিজয়’ বলা চলে না,
মেলাতে পারিনা মিছিলে স্লোগানের সুর;
আমার পথের পাড়ে যে ভয়ের কাঁটা!
চোখ খুললেই আমার রক্তাক্ত ভোর।।
শপথ নিলাম অন্যদিনের,
যেদিন নির্মল স্বাধীন হই,
বুক জুড়ে নিঃশ্বাস আসে যেন-
মন জুড়ে থাকে বিজয়ের হৈ চৈ!
করবো সেদিন বিজয় মিছিল
নাচবো বিজয় উল্লাসে,
বুক ফুলিয়ে চলবো পথে
যেন রুধির ধারায় প্রাণ হাসে।
২.
উন্নয়নের ফাগুন
বাসের চাকায় রক্ত দিলাম
রক্ত দিলাম আগুনে,
দেশটা আমার সাজছে তবু
উন্নয়নের ফাগুনে।
ইটের উপর ইট গাঁথুনি
উন্নয়নের যাত্রা,
যাত্রাপথে বাড়ছে কত
রক্ত-লাশের মাত্রা।
বুক ফেটে যায়, মুখ ফুটেনা
আটকে আছে বুলি,
ফুটলে বুলি উড়িয়ে দিবে
বিদ্রোহীদের খুলি।
মহান রাজার মহান দেশে
ঘুমাই দেখো আরামে,
কাঁধ মিলিয়ে চলছে যেন
রাম-সীতা আর রাবণে।
যায় কি বলা যা শিখেছি?
মাতৃভাষার আদলে,
বললে কথা ভাসবো আমি
রক্তমেঘের বাদলে।
তাই,
উন্নয়নে গা জ্বলে যায়
গা জ্বলে যায় শান্তিতে,
জ্বালাও আমায় ইচ্ছেমত
উন্নয়নে শাণ দিতে।
বাংলাধারা/এফএস/এআর













