২৪ অক্টোবর ২০২৫

বিজয়ের বর্ণিল সাজে এম এ আজিজ স্টেডিয়াম

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় দিবসের সূচনা হয়।

লাল শাড়ি- সবুজ ব্লাউজ ও থ্রি পিচ পরিহিত বিভিন্ন শিক্ষার্থীরা পুরো স্টেডিয়াম মাতিয়ে তুলেছে। সন্ধ্যা ৬টায় আয়োজন করা হয়েছে জমকালো আতশবাজি ও লেজার শো’র।

বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। এ সময় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সব পেশাজীবী, সব সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, নারী, কৃষক, শ্রমিক, ছাত্র-ছাত্রীসহ সমাজের সর্বস্তরের ৪ হাজার জন নির্ধারিত আসনে নির্ধারিত টি-শার্ট, ক্যাপ, জাতীয় পতাকা ও মাস্ক পরিধানপূর্বক অবস্থান করে শপথ গ্রহণ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরিধান করে অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন এবং অন্যান্য প্রতিষ্ঠান/সংগঠনসমূহ তাদের প্রতিষ্ঠানের ইউনিফর্ম (যদি থাকে) পরিধান করে স্টেডিয়ামে প্রবেশ করেন।

এদিকে বিজয় দিবসের সূচনার পর বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, নগরীর বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড এবং শিশু কিশোর সংগঠন কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী করেন।

আরও পড়ুন