ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে বিজয় দিবসে শহীদ মিনারে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে যাত্রীবাহী বাসচাপায় মো. আলী হোসেন সুমন (৩৭) নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন।
রবিবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে মিরসরাই নিজামপুর সরকারি কলেজের শহীদ মিনারে যাওয়ার পথে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেপুর এলাকার মো. আখেরুজ্জামানের ছেলে। দুই কন্যা সন্তানের জনক আলী হোসেন পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার রাতে মহান বিজয় দিবসে দলীয় কর্মসূচির অংশ হিসেবে নিজামপুর সরকারি কলেজ শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিলেন তারা। এ সময় দ্রুতগতির ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এর পরে সড়কের পাশ ধরে হেঁটে যাওয়া আলী হোসেনকে ধাক্কা দিয়ে সড়ক থেকে বাইরে ছিটকে দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
বিষয়টি নিশ্চিত করে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারি উপ-পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘দুর্ঘটনার পর গাড়ি ফেলে চালক ও তার সহকারি পালিয়ে গেছে। আমরা দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশের হেফাজতে দিয়েছি।’













