২৮ অক্টোবর ২০২৫

বিজিএমইএ’র ৫০ শয্যার ফিল্ড হাসপাতালের উদ্বোধন

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের সল্টগোলা এলাকায় ৫০ শয্যার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) করোনা আইসোলেশন সেন্টার ও ফিল্ড হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বন্দর নগরীর খুলশীতে বিজিএমইয়ের আঞ্চলিক কার্যালয়ে ভার্চুয়াল পদ্ধতিতে এর উদ্ধোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।

বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ’র সভাপতি ডক্টর রুবানা হক এবং চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ।

জানা গেছে, নগরীর সল্টগোলা এলাকায় বিজেএমইএ’র হাসপাতালকে ফিল্ড হাসপাতালে রুপান্তর করা হয়েছে। ফিল্ড হাসপাতালটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম।

বিজিএমইএ সূত্রে জানা যায়, ফিল্ড হাসপাতালটি হবে ৫০ শয্যা বিশিষ্ট। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রয়েছে আইসিইউ সুবিধা। তিন তলা বিশিষ্ট সাড়ে ১৬ হাজার বর্গফুটের এই ফিল্ড হাসপাতালে হাই-ফ্লো অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেয়া হয়েছে। রোগীদের সেবা দিতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রয়োজনীয় অনুমোদন ও ৫ জন ডাক্তার, ৭ জন নার্স, ২ জন ল্যাব টেকনিশিয়ানসহ মোট ২৩ জন নতুন জনবল নিয়োহ দেয়া হয়েছে।

বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম বাংলাধারাকে জানান, এই ফিল্ড হাসপাতালে গার্মেন্টস পরিবারের শ্রমিক কর্মচারি ছাড়াও নিকটবর্তী এলাকার করোনা আক্রান্ত হতদরিদ্র জনসাধারণকেও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। এ আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রোগী ও কর্মরত ডাক্তার নার্স সহ জনবলের বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, ফিল্ড হাসপাতালটিতে করোনা স্যাম্পল কালেকশন বুথ স্থাপন সহ আরটি-পিসিআর টেস্টিং ল্যাব স্থাপনের বিষয়টিও বিজিএমইএ’র পরিকল্পনায় রয়েছে।

উল্লেখ্য, বিজিএমইএ’র নিজস্ব অর্থায়ন সহ পোশাক শিল্পের মালিক ও বিভিন্ন শুভাকাঙ্খীদের অনুদানে এ ফিল্ড হাসপাতালটি পরিচালিত হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন