বিজিএমইএ নির্বাচন ২০২৪-২০২৬ উপলক্ষে বিজিএমইএ চট্টগ্রাম সম্মিলিত পরিষদের সম্মিলিত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ক্লাবে বিজিএমইএ’র প্রাক্তন প্রথম সহ-সভাপতি ও সম্মিলিত পরিষদ, চট্টগ্রামের সভাপতি এরশাদ উল্লাহ’র সভাপতিত্বে ও বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক ও সম্মিলিত পরিষদ চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ তানভীর এর সঞ্চালনায় এ সম্মিলিত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান, প্রাক্তন সভাপতি এস.এম. ফজলুল হক, সিদ্দিকুর রহমান, প্রাক্তন প্রথম সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, এস.এম. নুরুল হক, এস.এম. আবু তৈয়ব, নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, মঈনউদ্দিন আহমেদ (মিন্টু), প্রাক্তন সহ-সভাপতি এ.এম. চৌধুরী সেলিমসহ প্রাক্তন পরিচালকবৃন্দ ও সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে বিজিএমইএ’র প্রাক্তন সভাপতি সিদ্দিকুর রহমান ও প্রাক্তন প্রথম সহ-সভাপতি এস.এম. আবু তৈয়ব সম্মিলিত পরিষদের প্রার্থীগণকে পরিচয় করিয়ে দিয়ে এ সেক্টরের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় চট্টগ্রাম অঞ্চলের শত শত রপ্তানিকারক তৈরী পোশাক শিল্প মালিকের উপস্থিতিতে এক জাঁকজমকপূর্ণ মিলন মেলায় পরিণত হয়।
সম্মিলিত পরিষদের প্যানেল লিডার এস.এম. মান্নান (কচি) তার বক্তব্যে বলেন, সম্মিলিত পরিষদের প্রার্থীগণ নির্বাচিত হলে দেশের তৈরী পোশাক শিল্পের সার্বিক উন্নয়নে সরকার সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এ’শিল্প সেক্টরকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। তিনি আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য বিজিএমইএ নির্বাচনে সকল তৈরী পোশাক শিল্প মালিকগণকে সম্মিলিত পরিষদের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহব্বান জানান।













