বাংলাধারা প্রতিবেদক »
পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির সাবেক সভাপতি ড. রুবানা হক। বর্তমান ২০২১-২৩ মেয়াদের পর্ষদে তিনি পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।
গত ফেব্রুয়ারি মাসে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য হওয়ার পর তিনি পদত্যাগের আগ্রহ জানিয়ে চিঠি দেন। তার জায়গায় পর্ষদে স্থান পেয়েছেন ক্রনি গ্রুপের চেয়ারম্যান নীলা হোসনে আরা।
২০২১ সালের ৪ এপ্রিল অনুষ্ঠিত বিজিএমইএর সর্বশেষ দ্বিবার্ষিক নির্বাচনে নীলা হোসনে বর্তমান সভাপতি ফারুক হাসানের প্যানেল ‘সম্মিলিত পরিষদ’ থেকে প্রার্থী হয়ে পরাজিত হন। নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন রুবানা হক। তার প্যানেল ফোরাম থেকে নির্বাচনে অংশ নিয়ে তিনিসহ ১১ জন নির্বাচিত হয়েছিলেন। বাকি ২৪টি পদে জিতেছিলেন ফারুক হাসানের নেতৃত্বে সম্মিলিত পরিষদ।













