৪ নভেম্বর ২০২৫

বিজিএমইএ-বিকেএমইএ’র সদস্য প্রতিষ্ঠানগুলোকে ৪ মে পর্যন্ত স্টোররেন্ট ছাড়

বাংলাধারা প্রতিবেদন »  

বিজিএমইএ-বিকেএমইএ’র সদস্য প্রতিষ্ঠানগুলোকে ৪ মে পর্যন্ত স্টোররেন্ট ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মূলত বন্দরে কনটেইনার জট নিরসনে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বন্দরের পরিচালক (ট্রাফিক) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে।

বন্দর সূত্রে জানা যায়, বন্দরে প্রায় ১০ হাজার কনটেইনার রয়েছে ফেব্রিক্স বা কাপড় জাতীয় পণ্যের। ধারণা করা হচ্ছে এগুলো তৈরি পোশাক পণ্যের কাঁচামাল।

বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, কনটেইনার জট নিরসন ও জাহাজের গড় অবস্থান সময় কমিয়ে আনতে বন্দর করোনাভাইরাস প্রতিরোধে দেশে সাধারণ ছুটির সময় ২৪ ঘণ্টা অপারেশনাল কার্যক্রম সচল রেখেছে। আমদানি রফতানি স্বাভাবিক রাখার পাশাপাশি দেশে ভোগ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে বন্দর কর্তৃপক্ষ বন্দর ব্যবহারকারীদের সহযোগিতায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন