বিজিএমইএ নির্বাচন উপলক্ষ্যে সম্মিলিত পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মার্চ) চট্টগ্রাম ক্লাবে সম্মিলিত পরিষদের নির্বাচন কমিটির প্রধান সমন্বয়কারী এবং বিজিএমইএ’র প্রাক্তন সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত পরিষদের প্রার্থী সম্মিলিত পরিষদের প্যানেল লিডার ও বিজিএমইএ’র বর্তমান সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান (কচি), বর্তমান প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম (ওয়েল গ্রুপ), সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী (এইচকেসি গ্রুপ), বর্তমান পরিচালক এম. আহসানুল হক, (এমহিকো ফেব্রিক্স (প্রাঃ) লিঃ) এবং মোহাম্মদ মুসা (মদিনা গার্মেন্টস্ লিঃ), আমজাদ হোসেন চৌধুরী (হাই-ফ্যাশন লিমিটেড), মোস্তফা সারওয়ার রিয়াদ (আরডিএম এ্যাপারেলস্্ লিঃ), মোহাম্মদ রাকিব আল নাছের (আর্জেন্টা গার্মেন্ট ইন্ডাঃ লিঃ), মোঃ আবছার হোসেন (টপ স্টার ফ্যাশনস্্ লিঃ) গাজী মোঃ শহিদ উল্লাহ (সনেট টেক্সটাইলস্্ ইন্ডাষ্ট্রিজ লিঃ) এবং শোভন ইসলাম (স্প্রেরো এ্যাপারেলস্ লিঃ)।
এছাড়াও উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র প্রাক্তন প্রথম সহ-সভাপতি ও সম্মিলিত পরিষদ চট্টগ্রামের সভাপতি এরশাদ উল্লাহ, বিজিএমইএ’র প্রাক্তন প্রথম সহ-সভাপতি এস.এম. আবু তৈয়ব, নাসিরউদ্দিন চৌধুরী, মঈনউদ্দিন আহমেদ (মিন্টু), প্রাক্তন পরিচালক এ.এফ চৌধুরী ফেরদৌস, আবদুল ওয়াহাব, কাজী মাহাবুব উদ্দিন (জুয়েল), নাফিদ নবী, সম্মিলিত পরিষদ চট্টগ্রামের সেক্রেটারী ও বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীরসহ বিভিন্ন পোশাক শিল্পের সম্মানিত মালিকবৃন্দ।
নেতৃবৃন্দ বর্তমান বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে পোশাক শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সরকারের সাথে সমন্বয় সাধন পূর্বক রপ্তানি বান্ধব নীতিমালা প্রণয়ন ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আগামী দিনের স্মার্ট বাংলাদেশের স্মার্ট পোশাক শিল্প গড়ার লক্ষ্যে আগামী ৯ মার্চের বিজিএমইএ’র নির্বাচনে সম্মিলিত পরিষদের প্রার্থীদেরকে পূর্ণ প্যানেলে বিজয়ী করার আহ্বান জানান।













