১৯ ডিসেম্বর ২০২৫

‘বিজ্ঞানের প্রসার ও বিকাশই দেশ স্মার্ট হবার মূল হাতিয়ার’

সায়ীদ আলমগীর, কক্সবাজার »

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রথম নারী অধ্যাপক দেশের খ্যাতিমান গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী ড. হাসিনা খান বলেছেন, বিজ্ঞানের প্রসার ও বিকাশই দেশ এগিয়ে যাবার মূল হাতিয়ার। দেশকে সামনের দিকে নিতে হলে, বিজ্ঞানের উৎকর্ষতার মাধ্যমেই এগিয়ে নিতে হবে। এ জন্য বাংলাদেশ একাডেমিক অব সায়েন্সেস কাজও শুরু করেছে। আন্তর্জাতিক সম্মেলন বিজ্ঞানের প্রসারে ব্যাপক ভূমিকা রাখে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্বের দীর্ঘতম সমুদ্র নগরীতে এনএএমই-২০২৩ সম্মেলন আয়োজন করে বিজ্ঞানকে এগিয়ে নিতে সহায়তা করেছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল (সিএইচই) বিভাগের আয়োজনে ‘ন্যানো-বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (এনএএমই-২০২৩)’ শীর্ষক দুই দিনের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। শনিবার (৭ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের তারকা হোটেল দ্য কক্স টুডে-তে দু’দিনের এ সম্মেলনের উদ্বোধন করেন ইউজিসি অধ্যাপক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপক ড. হাসিনা খান।

উদ্বোধনীতে সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট মানুষ ও স্মার্ট টেকনোলজি প্রয়োজন। এ জন্য আমাদের নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। এতেই আমাদের উন্নয়ন আরও টেকসই হবে। এ ধরনের সম্মেলন যবিপ্রবির সাথে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যোগসূত্রের একটি দারুন সূচনা হলো।

বিশেষ অতিথির বক্তব্যে মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান বলেন, কোভিড আক্রান্ত এ বিশ্বে গবেষণার জন্য তহবিল সংগ্রহ এখন আরেকটি যুদ্ধের মতো। এ ক্ষেত্রে দেশ-বিদেশের গবেষকদের মধ্যে দক্ষতা বৃদ্ধির জন্য পারস্পারিক সহযোগিতার বিকল্প নেই।

যবিপ্রবি’র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আব্দুর রশিদ জানান, সম্মেলনে যুক্তরাষ্ট্র, স্পেন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ভারত, সংযুক্ত আরব আমিরাতসহ দেশ-বিদেশের প্রায় ২৫০ জন শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক অংশগ্রহণ করেছেন। সম্মেলনে তাঁরা ‘অ্যাডভান্স ম্যাটেরিয়ালস ফর এনার্জি, ফুড সেফটি অ্যান্ড ম্যানেজমেন্ট, ন্যানো ইলেক্ট্রনিক্স অ্যান্ড ফটোনিকস, ন্যানো-টেকনোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস সায়েন্স, বায়ো ম্যাটেরিয়ালস অ্যান্ড মেডিকেল ডিভাইস’সহ বিভিন্ন বিষয়ে প্রায় ১৫২টি প্রবন্ধ ও পোস্টার উপস্থাপন করছেন। দেশ-বিদেশের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে গবেষণার যোগসূত্র ও মেলবন্ধন তৈরির উদ্দেশ্যে পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে সূচনা বক্তব্য দেন কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ড. জাভেদ হোসেন খান। আরও বক্তব্য রাখেন সম্মেলন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস। উদ্বোধনীতে মুখ্য আলোচক হিসেবে ‘সেইফটি এনহেন্সি ন্যানো-মেটারিয়েল অর হাই ক্যাপাসিটি, হাই রেট ক্যাপাবল ব্যাটারিজ: এপ্লিকেশন্স টু লি-য়ন টু লি-সালফার ব্যটারিজ অ্যান্ড ফলো ব্যাটারিজ’- শীর্ষক বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়ং ল্যাক জু।

যবিপ্রবির চলমান সম্মেলনের সমাপনীতে প্রধান অতিথি থাকছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি- এমনটি জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আব্দুর রশিদ।

আরও পড়ুন