৮ নভেম্বর ২০২৫

বিজয় মেলায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাই উপজেলার জোরারগঞ্জে বিজয়মেলা শেষে ফেরার পথে সন্ত্রাসী হামলায় ছয় জন গুরুতরসহ মোট ১৩ জন আহত হয়। এ সময় ছয়টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। সন্ত্রাসী হামলা ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন ছাত্রলীগ।

সোমবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলার জোরারগঞ্জ বাজারের বিভিন্ন সড়কে কয়েকশত নেতাকর্মী মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিলে অংশ নেন।

এ সময় বক্তারা ইউনিয়ন আওয়ামী লীগ এবং উপজেলা আওয়ামী লীগকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইউনিয়ন আওয়ামী লীগ থেকে মাঈন উদ্দিন টিটুকে অব্যাহতি দেওয়া হয়েছে । জোরালগঞ্জ আওয়ামীলীগ আজ থেকে কলঙ্ক মুক্ত, আর যেন কখনো জোরারগঞ্জ আওয়ামী লীগে তার ঠাই না হয়।

বক্তারা আরো বলেন, তারা আমাদের ১৩ জন নেতাকর্মীকে আহত করে ক্ষান্ত হননি আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি এবং আমাদের আগামী দিনের নৌকার কান্ডারী মাহবুবুর রহমান রুবেল ভাইয়ের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। আমরা সন্ত্রাসী টিটুসহ হামলায় জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন, মিসারাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন মান্না, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানারাথ আহম্মদ চৌধুরী, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সুজন, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য রিয়াজ উদ্দিন, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সদস্য রবিউল হোসেন রায়হান, জাহেদুল হাসান জনি, আমজাদ হোসেন ইমন, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেফায়েত হোসেন,উপজেলা ছাত্রলীগের সদস্য ইব্রাহিম রুমি। আরো উপস্থিত ছিলেন,যুবলীগ নেতা সুমন কর, নোবেল, শহীদ, সোহেল, মোর্শেদ, হৃদয়, আমির হোসেন, মিঠু, মহিন, পারভেজ, দাউদসহ ছাত্র যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ