বাংলাধারা প্রতিবেদন »
সম্প্রচার সময় বাড়িয়ে ১৮ ঘণ্টায় আনা হলেও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র এখন পর্যন্ত মানসম্পন্ন অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচারে সফলতা দেখাতে পারেনি বলে অভিযোগ করছেন শিল্পী ও সংস্কৃতিকর্মীরা। এছাড়া, প্রশাসনে দুর্নীতি, অদক্ষতা ও পরিকল্পনাহীনতার কারণে এমনটি হচ্ছে বলে মনে করছেন চট্টগ্রামের শিল্পসংস্কৃতি জগতের সাথে সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠার ২ যুগ পেরিয়ে গেলেও একই ধাঁচের গৎবাঁধা অনুষ্ঠান সম্প্রচার এবং বাড়তি সময় কাভার দেওয়ার জন্য ঢাকা থেকে ধার করা অনুষ্ঠান দিয়ে কেন্দ্র চালানো এখন নিয়মে পরিণত হয়েছে। বৃহত্তর চট্টগ্রামের সংস্কৃতিক স্বাতন্ত্র্য, ইতিহাস ঐতিহ্য, সৌন্দর্য, সমস্যা-সম্ভাবনা ধারন করার মত অনুষ্ঠান চোখে পড়ে না বললেই চলে।
১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর পাহাড়তলীর একটি মনোরম পরিবেশে স্থিত জায়গার উপর প্রতিষ্ঠিত হয় বিটিভি চট্টগ্রাম কেন্দ্র। যা এখন অযোগ্য ও দুর্নীতিবাজদের আখড়ায় পরিণত হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্ট মহল। জিএম যায়-জিএম আসে, কেন্দ্রটি এখানও সেই তিমিরেই রয়ে গেছে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রেই জেনারেল ম্যানেজারের পদ পাওয়ার জন্য রীতিমত চলে নানা তদবীর। যিনি আসেন তিনি সৃজনশীল কর্মকাণ্ডের পরিবর্তে পা বাড়ান টাকা উপার্জনের বহুমুখি পরিকল্পনায়। এটা যেন টাকা কামানোর অঘোষিত এক উৎস। অনুষ্ঠান, অডিশন, চাকুরি কে কেন্দ্র করে ভেতরে বাইরের চিহ্নিত একটি গোষ্ঠীকে নিয়ে এখানে গড়ে উঠেছে একটি শক্ত সিন্ডিকেট। এ সিন্ডিকেটই মূলত নিয়ন্ত্রণ করে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র। জিএম আসে তাদের পছন্দে এবং যায় অপছন্দে। তাই জিএম যিনি আসেন তিনি ভালো কিছু করার চেয়েও অতিব্যস্ত হয়ে পড়েন এ দুষ্টুচক্রের ভাগবাটোয়ারার স্বার্থ সমন্বয়ে।
কেন্দ্রটিতে বর্তমানে জিএম এর দায়িত্ব্ পালন করছেন প্রশাসন ক্যাডারের আমলা নিতাই কুমার ভট্টাচার্য। পেশাগত জীবনের কোন একসময়ে তিনি বেতারে কাজ করেছিলেন।
চট্টগ্রামের শিল্পীদের বড় একটা অংশের অভিযোগ, সংগীত শিল্পী ও পরিচালক নেয়ার অডিশনেও ছিল নিতাই ভট্টাচার্যের ইচ্ছের বাস্তবায়ন। চট্টগ্রাম শিল্পী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ জিএম নিতাই কুমার ভট্টাচার্যের নানা অপকর্ম ও অনিয়ম সম্পর্কে তথ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট শীর্ষ মহলে একাধিকবার লিখিত অভিযোগ করেছেন।
সম্প্রতি সংবাদ পাঠ, সংগীতসহ বিভিন্ন অডিশনে রয়েছে তার বিরুদ্ধে দুর্নীতি ও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির অভিযোগ। এ প্রবণতার কারণে সংবাদ পাঠকদের অডিশনে অনেক যোগ্য প্রার্থীকে সুকৌশলে বাদ দেয়া হয়েছে। সংবাদ পাঠক-পাঠিকা নির্বাচনে তার এজেন্ডের বাস্তবায়নে প্রধান সহযোগীর ভূমিকা পালন করেছেন ঢাকা কেন্দ্র কর্মরত ডিডিজি (বার্তা)। জানা গেছে, ডিডিজি বার্তা নিজেই আগ্রহী হয়ে চট্টগ্রামের অডিশনে বিচার প্যানেলে যোগ দেন।
বেতার ও টেলিভিশন শিল্পী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কন্ঠ শিল্পী আলাউদ্দিন তাহের বলেন, বর্তমান জিএম নিতাই কুমার ভট্টাচার্য সংগীত শিল্পী ও সংগীত পরিচালকদের অডিশনে তার সুক্ষ্ম পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। অনুষ্ঠান বন্টন ও শিল্পী নির্বাচনে তিনি সাম্প্রদায়িক নিরপেক্ষ নন। নতুন অডিশনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও দুর্নীতির পাশাপাশি পূর্বের অবৈধ গ্রেডেশনের অযোগ্য শিল্পীদের পেছনে অর্থ অপচয় করেছেন। সিন্ডিকেট সম্পর্কিত দুর্নীতিতো আছেই। এছাড়া তিনি টেলিভিশনের মতো একটা সৃজনশীল প্রতিষ্ঠানে আমলাতান্ত্রিক সুপ্রিমিসি নিয়ে চলেন। জিএম সাহেবরা এখানে দায়িত্ব নিয়ে খুব সুক্ষ্মভাবে বিভাজনে ফুয়েল এড করে। যোগ্যরা হয়ে পড়ে কোনঠাসা। ফলে অযোগ্য ও চেনা মুখগুলোই বারবার পর্দায় হাজির হয়। এটাই বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের অগ্রগতির সংকট। সুশীল সমাজের প্রতিনিধিদের মতে দুর্নীতির পাশাপাশি কোনো প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধানদের সুপ্রিমিসি প্রতিষ্ঠার প্রবণতা একটি বিরাট সংকট।
তিনি আরও বলেন, বর্তমান জিএম নিতাই কুমার ভট্টাচার্য যোগদানের পূর্বে জিএম এর দায়িত্ব পালনকারী মনোজ সেন গুপ্তের বিরুদ্ধেও নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ ছিল এবং তার বিরুদ্ধে দুদকে মামলাও রয়েছে। তার পর নিতাই কুমার ভট্টাচার্য যোগদানের পর চট্টগ্রামের শিল্পী সংস্কৃতি জগতের সকলেই আশা করেছিলেন, নতুন জিএম নতুন একটি পরিবেশ তৈরীতে মনোযোগী হবেন। সবাইকে নিয়ে বসবেন, মতামত নেবেন এবং সিন্ডিকেটমুক্ত থাকবেন। কিন্তু কার্যত দেখা গেল তিনি পূর্বের জিএম এর পদাঙ্ক অনুসরণ করলেন। তিনিও হয়ে গেলে নতুন বোতলের পুরাতন পানীয়। তিনি দুর্নীতির দক্ষ ও বিশ্বস্ত সহযোগী হিসেবে খ্যাত প্রশাসনিক শাখার কর্মচারী সুকুমার বিশ্বাসকে পিএস হিসেবে রেখে দিয়েছেন নানা অভিযোগ সত্বেও।
চট্টগ্রামের লোকগানের শিল্পী শংকর দে সম্প্রতি তথ্যমন্ত্রী বরাবরে লিখিত অভিযোগে জানান, আগের জিএম মনোজ সেন গুপ্তের সময়ে অডিশন বিহীন অসংখ্য শিল্পী, সুরকার ও উপস্থাপক তালিকাভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে আর্থিক লেনদেনে দুর্নীতির আশ্রয়ও নেয়া হয়। পাশাপাশি অনেক শিল্পী সুরকারকে দুই তিনটি শ্রেণী উন্নয়ন এক সাথে করেছেন। অথচ বিটিভি ঢাকা কেন্দ্রে ২০১২ সালের পর এখনো কোনো গ্রেডেশন হয়নি। এক্ষেত্রে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে যা করা হয়েছে তা অননুমোদিত ও অবৈধ। তিনি অনিয়মের আশ্রয় নিয়ে করা অডিশন বাতিলের দাবি করে বলেন, অযোগ্য এসব শিল্পীদের পেছনে সম্মানী বাবদ বিপুল টাকা অপচয় হচ্ছে।
শিল্পী ও সংগীত পরিচালক ফরিদ বঙ্গবাসি বলেন, টেলিভিশন জিএম নেতৃত্বাধীন প্রশাসন আমলা মানসিকতার এবং সংস্কৃতি বান্ধব নয় বলে সৃজনশীল ও মানসম্পন্ন কোন অনুষ্ঠান হচ্ছে না। তারা মূলত শিল্পী সংস্কৃতি সম্পর্কিত বিষয়াদির পরিবর্তে আমলাতান্ত্রিক মনোভাব নিয়ে কাজ করেন। সংগীত পরিচালকবিহীন অনুষ্ঠানের কারণে সংগীত অনুষ্ঠানগুলো হচ্ছে যেনতেন ভাবে। এখানে লোক সংগীত পরিচালকরাও উপেক্ষিত।
সংগীত পরিচালক মোহাম্মদ হোসেন অভিযোগ করেন, চট্টগ্রাম কেন্দ্রের ঈদের একটি গানের অনুষ্ঠান নিয়ে ফেসবুকে তার এক স্ট্যাটাসকে কেন্দ্র করে জিএম তাকে ডেকে কালো তালিকাভুক্ত করার হুমকি দেন এবং দুর্ব্যবহার করেন। এ বিষয়ে ডিজিকে মৌখিক ভাবে অবহিত করেছেন তিনি।
জানা যায়, কোনো শিল্পী অনুষ্ঠান সম্পর্কিত কোনো অভিমত অভিযোগ করলেই তার উপর নামে কালো তালিকা ভুক্তির খড়ক। এদিকে দুদকে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকেই নিয়মিত প্রোগ্রাম দিয়ে যাচ্ছে। একই ব্যক্তি বারবার নানাভাবে প্রোগ্রামে হাজির হচ্ছেন। পূর্বের জিএম মনোজ সেন গুপ্ত তার আত্মীয় চন্দন সরকার এবং বর্তমান জিএম নিতাই কুমার ভট্টাচার্য তার আত্মীয় প্রীতিম ভট্টাচার্যকে চাকুরি দিয়েছেন। তিনিও আত্মীয়করণে পিছিয়ে নেই।
সংগীত পরিচালক মোহাম্মদ হোসেন বলেন, সবচেয়ে বিস্ময়কর ব্যাপারে হলো, গেল ঈদুল ফিতরে যে গানের অনুষ্ঠানে প্রচার করা হয়েছে তা ইউটিউব থেকে সংগ্রহ করা। শিল্পীদের নাম ধাম এতে প্রচার করা না হলেও এ অনুষ্ঠানের শিল্পী সম্মানীর টাকাও মেরে দেয়ার ব্যবস্থা করাই এর উদ্দেশ্যে। তিনি আরও বলেন, অনুষ্ঠান নির্মাণে বাণিজ্য হয় অতিথি প্রযোজক যুক্ত করার মাধ্যমে। অতিথি প্রযোজক দিয়ে অনুষ্ঠান করার মাধ্যমেও নয় ছয় করার সুযোগ থাকে।
সম্প্রতি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের উর্ধ্বতন চিত্রগ্রাহক সাঈদ ইবনে মাসুদ জিএম নিতাই কুমার ভট্টাচার্যের নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উল্লেখ করে তার বিরুদ্ধে মামলার অনুমতি চেয়ে তথ্য সচিবের বরাবরে আবেদন করেছেন। গত ৩১ মার্চ তথ্য সচিবের কাছে প্রেরিত এ অভিযোগে নিতাই কুমার ভট্টাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মৌলিক অধিকার খর্ব ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতি প্রসঙ্গে জিএম নিতাই কুমার ভট্টাচার্যের মন্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, যে সব অভিযোগ করা হচ্ছে, এটা তার সময়ের পূর্বেকার। আমি নিয়মের বাইরে কিছুই করি না।
বাংলাধারা/এফএস/এআই













