৮ ডিসেম্বর ২০২৫

বিতর্কিতরা বাদ, তরুণ প্রার্থীরা দেখছেন আশার আলো

মুহাম্মদ আব্দুল আলী »

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের কাউন্সিলর পদ প্রার্থী মনোনয়নে বাদ পড়েছেন বিতর্কিত ও সমালোচিত কাউন্সিলররা। নতুন করে যাদের মনোনয়ন দেয়া হয়েছে তাদের সিংহ ভাগই তরুণ। 

যারা গত পাঁচ বছরে দলীয় নাম ভাঙিয়ে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবার বাদ পড়েছেন সে সব কাউন্সিলররা।

গত নির্বাচনে ৪১টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ৩৫টিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়লাভ করে। এবার ৩৫ কাউন্সিলরের মধ্যে ১৪ জনকে বাদ দেয়া হয়েছে। চসিক নির্বাচনে এবার প্রথমবারের মতো আওয়ামী লীগের প্রার্থীদের ক্ষেত্রে যাচাই-বাছাই করে দেয়া হয়েছে দলীয় মনোনয়ন।

এদিকে নতুন মনোয়ন পাওয়া তরুণ কাউন্সিলররা আধুনিক ও মডেল ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখছেন। নির্বাচিত হলে মাদক, সন্ত্রাসমুক্ত ও বুদ্ধিবৃত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় তাদের।

২৫ নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী আব্দুস সবুর লিটন বলেন, নির্বাচনে জয়ী হলে অত্র ওয়ার্ড উন্নয়নের কাজ দ্রুত বাস্তবায়ন করবো। উল্লেখযোগ্য ভাবে বিভিন্ন এলাকায় অবস্থিত বহু পুরাতন রাস্তাকে সংস্কার ও আধুনিকায়ন করে পুরো ২৫ নং ওয়ার্ডকে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রনের ব্যাবস্থা করবো। মাদক নির্মূলে জিহাদ ঘোষণা করবো।

তিনি আরো বলেন, বর্তমানে আমি কাউন্সিলর না হলেও ২৫ নং ওয়ার্ডের এলাকার মুরব্বীদের সঙ্গে নিয়ে এলাকার ব্যাপক উন্নয়নে ভূমিকা রেখে আসছি।

১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী মো. ওয়াসিম উদ্দীন চৌধুরী বাংলাধারাকে বলেন, নির্বাচনে জয়ী হলে অত্র ওয়ার্ড উন্নয়নের কাজ দ্রুত বাস্তবায়ন করবো। যেসব রাস্তাঘাটের বেহাল দশা তা ঠিকঠাক ভাবে মেরামতসহ এলাকায় অবস্থিত পুরাতন রাস্তাকে সংস্কার ও আধুনিকায়ন করবো । মাদক নির্মূলের জন্য কঠোর অবস্থান থাকবো। যুব সমাজকে মাদক মুক্ত ও ক্রীড়া বান্ধব পরিবেশ তৈরি করে দিবো।

‘বর্তমানে আমি কাউন্সিলর না হয়েও ১৩নং পাহাড়তলী ওয়ার্ড এলাকার মানুষদের সাথে নিয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রেখে আসছি। যুব সমাজকে নানা রকম উন্নয়নমূলক কাজের প্রতি সব সময় উৎসাহ দিতে তাদের পাশে থেকে বিভিন্ন কর্মসূচি পালন করেছি।’

১৪নং লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী আবুল হাসনাত মো. বেলাল বলেন, বিগত দিনগুলোতে লালখান বাজার ওয়ার্ড নিয়ে চট্টগ্রামে যে নেতিবাচক ভাবমূর্তি তৈরী হয়েছে তা ইতিবাচক করার জন্যে ‘সবার জন্যে আগামীতে নিরাপদ লালখান বাজার’ এই স্লোগানের মাধ্যমে নিরাপদ লালখান বাজার গড়ে তুলতে চাই।

‘তরুণ-কিশোররা মাদকের ভয়াবহতার যে স্রোতে গা-ভাসিয়ে দিচ্ছে তার বিরুদ্ধে মানসম্মত খেলাধুলার প্রসার করার মাধ্যমে তরুণদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জ্বীবিত করা।ক্রসফায়ার মাদক নির্মূলের মূল হাতিয়ার হতে পারে না, মাদকমুক্ত লালখান বাজার গড়ে তোলার জন্যে বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে মেধাবী-জ্ঞান নির্ভর লালখান বাজার ওয়ার্ড উপহার দিতে চাই।’

৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী মোহাম্মদ সালাহউদ্দিন বাংলাধারাকে বলেন, নির্বাচনে জয়ী হলে অত্র ওয়ার্ডের সার্বিক উন্নয়নের কাজ দ্রুত বাস্তবায়ন করবো। জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। বৃষ্টি হলেই পানি জমে যায়। রাস্তার পাশের নালা- নর্দমা সম্প্রাসারণ করার মাধ্যমে এ সমস্যা সমাধানের চেষ্টা করব। পাশাপাশি তা ঠিকঠাক ভাবে মেরামতসহ এলাকায় অবস্থিত পুরাতন রাস্তাগুলোকে সংস্কার ও আধুনিকায়ন করবো।

‘মাদক নির্মূলের জন্য কঠোর অবস্থানে থাকবো। যুব সমাজকে মাদক মুক্ত ও ক্রীড়া বান্ধব পরিবেশ তৈরি করে দিবো।’

মোহাম্মদ সালাহউদ্দিন আরও বলেন, একটি সুন্দর,নান্দনিক,ও স্বাস্থ্যসম্মত এলাকা গড়ে তোলাই হবে আমার কাজ যেখানে তরুণ যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করব এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। পাশাপাশি সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদক নির্মূল করা, দারিদ্র্য বিমোচন, সর্বস্তরের শিক্ষার মান বৃদ্ধি করব। তাছাড়া সবার জন্য মান সম্মত স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা ও সার্বিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির অধিকতর ব্যবস্থা (ওয়াইফাই জোন ব্যবস্থা), নিরাপদ সড়ক ব্যবস্থাসহ এলাকায় শতভাগ আলোকায়ন ব্যবস্থা করা হবে।

৩১নং আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী মো. আবদুস সালাম মাসুম বাংলাধারাকে বলেন, নির্বাচনে জয়ী হলে অত্র ওয়ার্ডের উন্নয়নের কাজ দ্রুত বাস্তবায়ন করবো। একটি সুন্দর,নান্দনিক ও স্বাস্থ্যসম্মত এলাকা গড়ে তোলাই হবে আমার কাজ। যেসব রাস্তাঘাটের বেহাল দশা তা ঠিকঠাক ভাবে মেরামতসহ এলাকায় অবস্থিত পুরাতন রাস্তাকে সংস্কার ও আধুনিকায়ন করবো। সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদক নির্মূলের জন্য কঠোর অবস্থান থাকবো। যুব সমাজকে মাদক মুক্ত ও ক্রীড়া বান্ধব পরিবেশ তৈরি করে দিবো। জলবদ্ধতা নিরসনে অগ্রাধিকার দেয়া হবে।

লেখক : সহ-সম্পাদক, বাংলাধারা ডটকম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ