কক্সবাজারে নেপালের নাগরিক রবি কুমারকে ছিনতাইয়ের ঘটনায় এক ছিনতাইকারীকে আটক করেছে টুরিস্ট পুলিশ। ঘটনার প্রায় দুই মাস পর ওই যুবককে আটক করতে সক্ষম হয়েছে তারা। মঙ্গলবার (১৮ জুলাই) কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের এসপি মো. জিল্লুর রহমান।
আটক ছিনতাইকারী কক্সবাজার শহরের ঘোনাপাড়া এলাকার আমজুল ছেলে জাকির হোসেন (১৯)।
টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের এসপি জিল্লুর রহমান জানান, ২৪ মে নেপালের নাগরিক রবি কুমার পর্যটক হয়ে কক্সবাজার বেড়াতে আসেন। এদিন গাড়ি থেকে নামতেই ছিনতাইকারী দল তার স্বর্বস্ব কেড়ে নিতে গিয়ে ছুরিকাঘাত করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
এসপি আরো জানান, ঘটনার পরদিন থেকে পুলিশ জড়িত ছিনতাইকারীদের ধরতে প্রচেষ্টা চালিয়ে আসছিল। শহরের সব ছিনতাইকারীর ছবি সংগ্রহ করা হয়। ছবি দেখে মঙ্গলবার রাতে সমুদ্র সৈকত এলাকা থেকে জাকির হোসেন নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। আটককের পর তার ছবি নেপালী পর্যটককে দেখালে তিনি ছিনতাইকারীকে চিহ্নিত করেন। আটক ছিনতাইকারীকে আদালতে প্রেরণ করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।