সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে দুটি বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দের বন্যা বইছে। এবারের পরীক্ষায় আবুধাবি ও রাস আল খাইমার কেন্দ্র দুটিতে শিক্ষার্থীরা চমৎকার ফলাফল অর্জন করেছে।
আবুধাবির শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও পরীক্ষার হল সুপার কিরণ আখতার জানান,
“আমার ছেলে-মেয়েরা এবার অত্যন্ত ভালো ফলাফল করেছে। আশা করি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।”
ফলাফলে দেখা যায়, এ বছর ১ জন শিক্ষার্থী গোল্ডেন এ প্লাস, ৭ জন A+, ২৮ জন A, ৭ জন A– এবং ১ জন C গ্রেড পেয়েছে। মোট কৃতকার্য ৪৩ জন, পাশের হার ৯৭.৭৩ শতাংশ।
অন্যদিকে, রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৭ জন পাস করেছে। বিজ্ঞান বিভাগে ১ জন A+, ১১ জন A, এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১ জন A+ ও ৪ জন A গ্রেড পেয়েছে। পাশের হার ৮৯ শতাংশ।
উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করে।