৭ নভেম্বর ২০২৫

বিদ্যুৎস্পৃষ্টে ক্যাবল অপারেটরের মৃত্যু

ডিস সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাপস (৪০) নামের এক ক্যাবল অপারেটরের মৃত্যু হয়েছে। নগরীরর বহদ্দারহাটের ফরিদার পাড়া এলাকায় শনিবার (১ জুলাই) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তাপস বোয়ালখালী উপজেলার উত্তর করলডেঙ্গা গ্রামের মধু চৌধুরীর ছেলে বলে জানা গেছে। তিনি বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যার দিকে ফরিদার পাড়ায় ডিস লাইনের কাজ করার সময় ওপর থেকে পড়ে তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তাপস। সহকর্মীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ