২৯ অক্টোবর ২০২৫

বিদ্যুৎ অপচয় করে জরিমানা গুনল ফুলকলিসহ ২২ প্রতিষ্ঠান

বাংলাধারা প্রতিবেদক»

নগরীতে রাত ৮টার পর দোকান খোলা রাখা ও বিদ্যুৎ অপচয় রোধে ২২টি প্রতিষ্ঠানকে জরিমানা করে ৪৪ হাজার ৫শ’ টাকা আদায় করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৯ আগস্ট) রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত  নগরীর কোতোয়ালি, নিউ মার্কেট, জামাল খান, কাজীর দেউড়ী, খুলশী এলাকায় এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নগরীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ৮ দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।

একইভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে বৈশাখী হোটেলকে দুই হাজার টাকা, মীম হাজি বিরিয়ানীকে এক হাজার টাকা, শাহ সুন্দর স্টোরকে এক হাজার টাকা, ফুলকলিকে দুই হাজার টাকা, হাজী বিরিয়ানীকে তিন হাজার টাকা এবং হোটেল এবিপিকে দুই হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া নগরীর জামাল খান, কাজীর দেউড়ী আর খুলশী এলাকায় অভিযান পরিচালনা করে ৮টি মামলায় ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী এবং উমর ফারুক।

অভিযানে সরকারি নির্দেশনা মেনে আলোকসজ্জা পরিহার করার বিষয়ে সতর্ক  করেন ম্যাজিস্ট্রেটগণ ।

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন