বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) গত কয়েকদিন ধরে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটায় নির্ধারিত সময়ে রিপোর্ট পেতে সমস্যা হচ্ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বাংলাধারাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনা পরীক্ষার জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) স্থাপিত ল্যাবে আরও ৫ হাজার কিট এসেছে। তবে দফায় দফায় কিট আসলেও পবিত্র রমজানের কারণেও বাড়ছে না পরীক্ষা। এতে ল্যাবে বেড়েছে নমুনার স্তুপ।
এদিকে রমজান শুরু হওয়ার পর থেকে কাজের গতি কমে যাওয়ার ব্যাপারে বিআইটিআইডি’র মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. শাকিল আহমেদ বলেন, রমজান শুরু হওয়ার পর থেকে কাজের যে স্বাভাবিক গতি ছিল তা কমে এসেছে।
তিনি বলেন, আগে আমরা একটানা কাজ করতে পারতাম। কিন্তু এখন ইফতারসহ বিভিন্ন কাজের জন্য আমাদের বিরতি দিতে হয়। ফলে আমরা আগের চেয়ে কম নমুনা পরীক্ষা করতে পারছি।
তিনি আরও বলেন, গত কয়েকদিন আমরা ১৬০ থেকে ১৭০টি রিপোর্ট দিয়েছি। নমুনা জট কমানোর জন্য আমরা প্রতিদিন টানা রাত বারোটা পর্যন্ত কাজ করতাম। তবে স্বাভাবিক নিয়মে আসলেই এতগুলো রিপোর্ট দেয়ার সামর্থ্য আমাদের নেই। তারপরও আমরা চেষ্টা করছি সর্বোচ্চ সংখ্যক রিপোর্ট দেওয়ার জন্য।
বাংলাধারা/এফএস/টিএম
				












