৩০ অক্টোবর ২০২৫

‘বিদ্রোহীদের নিয়ে এতো আলোচনা করার সুযোগ নেই’

বাংলাধারা প্রতিবেদন »

‘শুধু চট্টগ্রামে কেন, ঢাকাতেও বিদ্রোহী প্রার্থী ছিলো। এটি বড় কোনো সমস্যা না। চট্টগ্রামেও কেউ বিদ্রোহী হতে চাইলে এ বিষয়ে ঢাকায় একটি কমিটি আছে, বিষয়টি তারা দেখবেন। এ বিষয়ে হস্তক্ষেপ করতে চাইলে তারা করবেন।’

আজ রোববার (৮ মার্চ) বেলা ১১টায় পতেঙ্গায় নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ কাজ পরিদর্শনকালে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন (চসিক) বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীরা বড় কোনো সমস্যা নয় বলে মনে করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‌ঢাকার সিটি নির্বাচনেও এ সমস্যা হয়েছিল। কিন্তু শেষে সেটিও সমাধান হয়েছে। তাই বিদ্রোহীদের নিয়ে এতো আলোচনা করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, কর্ণফুলী টানেলের ৫১ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২২ সালের মধ্যে কর্ণফুলী টানেলের কাজ শেষ হবে আশা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উদ্যোগটি বাস্তবায়ন হলে দেশে নতুন ধারা উন্মোচিত হবে।

এসময় উপস্থিত ছিলেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সিটি মেয়র আ. জ. ম. নাছির উদ্দিন, চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন চৌধুরী, রাউজানের উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন