৩০ অক্টোবর ২০২৫

বিদ্রোহীদের ব্যাপারে মোশাররফের সিদ্ধান্তই চূড়ান্ত : কাদের

বাংলাধারা প্রতিবেদন »

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে বিদ্রোহীদের ব্যাপারে দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে।

রোববার (৮ মার্চ) বিকেলে নগরীর সার্কিট হাউজে স্থানীয় নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, মূলত আগেই নির্বাচনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে। তিনি যেকোনো প্রয়োজনে নির্বাচন পরিচালনা কমিটিতে সংশোধন, সংযোজন, পরিবর্তন আনতে পারবেন। তার ওপর এ দায়িত্ব অর্পণ করা হয়েছে। এছাড়া একটি কমিটিও গঠন করা হয়েছে। প্রার্থীদের বিজয়ী করতে তারা যৌথভাবে কাজ করবেন।

এসময় মুজিববর্ষে নেতাকর্মীদের কোনো অপকর্ম এবং বিতর্কিত কাজে না জড়ানোর আহ্বান জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন