৪ নভেম্বর ২০২৫

বিদ্রোহী প্রার্থীদের দমনে আ’লীগের নয়া কৌশল

বাংলাধারা প্রতিবেদন »  

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে কঠোর অবস্থানে যাচ্ছে আওয়ামী লীগ। যেকোন মূল্যে বিদ্রোহীদের নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের মনোভাব রয়েছে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, এই বিষয়ে মূল অ্যাকশনটা শুরু হবে ওবায়দুল কাদেরের মিটিংয়ের পর। ওইদিন রাত থেকে নিদিষ্ট সময়ের মধ্যে প্রত্যাহার করে নিলে বিদ্রোহীদের দলে মূল্যায়ন করা হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

যারা প্রার্থিতা প্রত্যাহার করবে না তাদের সাংগঠনিক ও প্রশাসনিকভাবে সমস্যায় পড়তে হতে পারে। শুধু তাই নয় তাদের সহযোগিতাকারীদেরও বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হবে— জানিয়েছে নির্ভরযোগ্য সূত্রটি।

সূত্রমতে, চট্টগ্রামের শীর্ষ নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের অনুসারীদের বুঝিয়ে প্রার্থিতা প্রত্যাহার করাতে। পাশাপাশি একটি বিশেষ গোয়েন্দা সংস্থাকেও এই কাজে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সরে যাওয়ার বিষয়ে নানামুখী চাপ দেওয়া হচ্ছে। এমনকি নির্বাচন করার সম্ভাবনা বেশি— এমন বিদ্রোহী প্রার্থীদের অনুগত নেতা-কর্মীদের তালিকাও এর মধ্যে প্রস্তুত করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে এ সকল প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের মামলাগুলোকেও সামনে নিয়ে আসছে ওই সংস্থার লোকজন। এর মধ্যে বেশ কিছু পুরানো মামলার ওয়ারেন্টও হয়ে গেছে বলে একটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় বিদ্রোহী হলে দলের প্রাথমিক সদস্য পদ বাতিলের হুঁশিয়ারি দিয়ে তাদের সাথে সমঝোতার জন্য বৈঠক ডাকা হয় ৫ মার্চ। ৫ মার্চ থিয়েটার ইন্সটিটিউটে দলের পক্ষ থেকে একই বার্তা দেওয়া হলেও প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে কোন বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীকে রাজি করাতে পারেননি তারা।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন