২৪ অক্টোবর ২০২৫

বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করলো বোয়ালখালী প্রেসক্লাব

বোয়ালখালী প্রতিনিধি »

বঙ্গবন্ধুর স্মরণে বোয়ালখালী প্রেস ক্লাবের আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে জীবন দিতে হয়েছে দেশি বিদেশি চক্রান্তে।

সোমবার (১৫ আগস্ট) বোয়ালখালী প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, এ মহান নেতাকে হত্যার একমাত্র উদ্দেশ্যই ছিল এদেশের স্বাধীনতার সূর্যকে অস্তমিত করার। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের জঘন্যতম বর্বর হত্যাকাণ্ড সংঘটিত করেছিল ঘাতকরা। তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আবুল ফজল বাবুল, রাজু দে, পূজন সেন আলমগীর চৌধুরী রানা, দেবাশীষ বড়ুয়া রাজু, মো. রবিউল হোসাইন, এমএস এমরান কাদেরী, মো.হোসাইন মাহমুদ ও বাবর মুনাফ। উপস্থিত ছিলেন কৃষিতে জাতীয় পুরুস্কারপ্রাপ্ত উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজ্জামেল হক বকুল, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি কার্তিক শীল, সাধারণ সম্পাদক মোক্তেয়ার আহমদ মিন্টু।

আরও পড়ুন